টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের কাজ করার পর্যাপ্ত সুযোগ ও চাহিদা ।| Textile Jobs

টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের কাজ করার পর্যাপ্ত সুযোগ ও চাহিদা ।| Textile Jobs

বস্ত্র ও পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। প্রতি বছর মোট বৈদেশিক মুদ্রার প্রায় ৮৪ শতাংশই আসে এই শিল্প থেকে, যা কিনা দেশের জিডিপি (GDP) র প্রায় ২০%। তাছাড়া  এই ইন্ডাস্ট্রির উপর নির্ভর করেই গড়ে উঠেছে আরো ছোট বড় নানান ধরনের ব্যবসা এবং এসব ব্যবসাও অসংখ্য মানুষের কর্মসংস্থান করছে। প্রত্যক্ষ পরোক্ষ ভাবে প্রায় ২০ মিলিয়ন মানুষের কর্মসংস্থান হল এই বস্ত্র তৈরি পোশাক শিল্প তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ ইতিমধ্যে বিশ্ব বাজারে নিজেদের শক্ত অবস্থান নিশ্চিত করে অনেকটা দাপটের সাথেই ব্যবসা করে আসছে। বর্তমানে তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বে ২য় স্থানে অবস্থান করছে, ঠিক চীনের পরেই।

Textile Engineering Jobs

দেশের জাতীয় অর্থনীতিতে এই শিল্পের অবদান ও চাকরি বাজারে এই বিষয়ের চাহিদার কথা বিবেচনা করেই বর্তমান সরকার দেশের বিভিন্ন প্রান্তে নানা রকম টেক্সটাইল শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে যাচ্ছে। টেক্সটাইল বিষয়ে পড়াশুনা শেষ হতে না হতেই ছাত্রছাত্রীরা তাদের কাঙ্ক্ষিত চাকরি নিশ্চিত করে ফেলে তাই অন্যান্য বিষয়ের তুলনায় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর চাহিদা বাংলাদেশে বহুগুণ বেশি 
পাস করে বের হবার পর একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ারের জন্য অনেক গুলো জব ওপেন হয়ে যায় তাই তাদেরকে নিজেদের পছন্দ অনুসারে বাজারে তুলনামূলক ভালো চাহিদা সম্পন্ন জবটাই বেছে নিতে হয়, যদিও অনেক গুলো সেক্টর থেকে একটা সেক্টর বেছে নেয়া বেশ কঠিন কেননা এই বেছে নেয়ার সিদ্ধান্তের উপরই পুরো ক্যারিয়ার নির্ভর করে 
আবার পছন্দ মত কিংবা সঠিক সেক্টরটি বাছাই করতে ভুল হলে কখনই চাকরিতে তৃপ্তি (Job Satisfaction) আসে না ফলে শুরুতেই আত্মবিশ্বাস হারাতে হয়, যা একজন প্রকৌশলীর ক্যারিয়ারে সব থেকে বড় বাঁধা তাই ক্যারিয়ার বেঁছে নেয়ার আগে অবশ্যই অনেক সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হয় গতানুগতিক ভাবে অর্থাৎ আগের ব্যাচের ছাত্রছাত্রীদের অন্ধ অনুসরণ করলে বিপদে পড়ার আশঙ্কাই বেশি থাকে কেননা একেক জন মানুষের পছন্দ-অপছন্দ, জীবন ধারনের ধরণ একেক রকম এবং চারিত্রিক দিক থেকেও প্রত্যেকেই ভিন্ন সব থেকে বড় কথা, একজন নব্য বস্ত্র প্রকৌশলীকে হুট করেই এই সিদ্ধান্ত নিতে হয় না বরং জব সেক্টর নিখুঁত ভাবে যাচাই বাছাই করার জন্য তারা ছাত্র জীবনে যথেষ্ট সুযোগ পায় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ার সময় প্রতি সেমিস্টারে অন্তত একবার করে মিল-ফ্যাক্টরি ভিজিট করতে পারে তারা তাছাড়া, শেষ বর্ষে মাসের জন্য ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্টে থাকতে হয় প্রত্যেক ছাত্রছাত্রীকে মূলত ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্টেই ভালোভাবে দেখে জেনে নিতে পারে প্রত্যেকটি জব ও জব সেক্টর সম্পর্কে প্রত্যেকটি জব সেক্টরের কাজের ধরণ প্রকৌশলীদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জেনে নিতে পারে। এখান থেকেই তারা বুঝে নিতে পারে কোন সেক্টর কার জন্য উপযুক্তসকল সেক্টর কিংবা জব এক ধরনের না। বিভিন্ন সেক্টর বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম লাগবেই সেজন্যই সেক্টর বাছাই করা প্রাসঙ্গিকএকটা কথা মনে রাখা ভালো-

 

কোন কাজের প্রতি যদি সত্যিই কোন প্যাশন (Passion) না থাকে, তাহলে ঐ কাজে ১০০% মনোনিবেশ সম্ভব না। তাই আপাত দৃষ্টিতে কোন জব খুব ভালো মনে হলেও নিজের পছন্দ না হলে ঐ জবে ক্যারিয়ার আরম্ভ করা কখনই বুদ্ধিমানের কাজ হবে না। 
জব যতই ভালো হউক, নিজের কাছে ভালো লাগে কিনা/ নিজে ঐ জবের জন্য যথোপযুক্ত কিনা যাচাই করা অত্যাবশ্যক। কারন, জব যতই ভালো হউক/ভালো ডিম্যান্ড থাকুক না কেন, নিজের ভালো লাগা ছাড়া কখনই সফল হওয়া যায় না। এবার দেখে নিব, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শেষ করার পর কি কি জবে একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার তার ক্যারিয়ার শুরু করতে পারে

প্রোডাকশন সেক্টর

স্পিনিং প্রোডাকশন এক্সিকিউটিভ (Spinning Production Executive) 
স্পিনিং কোয়ালিটি ম্যানেজমেন্ট এক্সিকিউটিভ (Spinning Quality Management Executive) 
নিটিং প্রোডাকশন এক্সিকিউটিভ (Knitting Production Executive)
উইভিং প্রোডাকশন (শার্টিং) এক্সিকিউটিভ (Weaving Production-shirting Executive)
উইভিং প্রোডাকশন (ডেনিম) এক্সিকিউটিভ (Weaving Production-denim Executive)
ডাইয়িং প্রোডাকশন (নিট) এক্সিকিউটিভ (Knit Dyeing Production Executive)
ডাইয়িং প্রোডাকশন (ওভেন) এক্সিকিউটিভ (Woven Dyeing Production Executive)
ডাইয়িং প্রোডাকশন (ইয়ার্ন) এক্সিকিউটিভ (Yarn Dyeing Production Executive) 
ডাইয়িং ফিনিশিং প্রোডাকশন এক্সিকিউটিভ (Dyeing Finishing Executive)
১০ সোয়েটার প্রোডাকশন এক্সিকিউটিভ (Sweater Production Executive)
১১। গার্মেন্ট প্রোডাকশন এক্সিকিউটিভ  (Garment Production Executive)
১২। গার্মেন্ট ওয়াশিং (ড্রাই প্রসেস) এক্সিকিউটিভ  (Washing Executive-Dry Porcess)
১৩। গার্মেন্ট ওয়াশিং (ওয়েট প্রসেস) এক্সিকিউটিভ  (Washing Executive-Wet Porcess)
১৪। প্রিন্টিং (AOPএক্সিকিউটিভ  (AOP Executive)
১৫। ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং (IEএক্সিকিউটিভ (IE Executive)
১৬। প্লানিং এক্সিকিউটিভ  (Planning Executive)
১৭। R&D এক্সিকিউটিভ (R&D Executive)  

ল্যাব

ফ্যাক্টরি ইন-হাউজ ল্যাব (Factory In-house Lab Executive)
বায়িং অফিস ল্যাব (ফ্যাব্রিক টেকনোলজিস্ট, কালার টেকনোলজিস্ট এবং গার্মেন্ট টেকনোলজিস্ট) (Buying house Fabric technologist, Color Technologist, Garment Technologist)
থার্ড পার্টি টেস্টিং ল্যাব (এসজিএস, ইন্টার্টেক ইত্যাদি) (Lab Executive, Inspection Executive, Audit Executive)

মার্কেটিং সেক্টর

ইয়ার্ন মার্কেটিং (Yarn Marketing)
ফ্যাব্রিক মার্কেটিং (Fabric Marketing)
ডাইস-ক্যামিকেলস মার্কেটিং (Dyes-Chemicals Marketing)
গার্মেন্ট মার্কেটিং (Garment Marketing) 
মেশিন মার্কেটিং (Machine Marketing)
ট্রিমস এন্ড এক্সেসোরিজ মার্কেটিং (Trims-Accessories Marketing)

মার্চেন্ডাইজিং সেক্টর

ফ্যাক্টরি মার্চেন্ডাইজিং (Factory Merchandising) -  নিট আইটেম (Knit Item), ওভেন আইটেম (Woven Item),  ডেনিম আইটেম (Denim Item) and  সোয়েটার (Sweater Merchandising) 
বায়িং হাউজ মার্চেন্ডাইজিং (Buying House Merchandising)
ট্রেডিং মার্চেন্ডাইজিং (Trading House Merchandising)

ঙ। বায়ার/ডিজাইনার/প্রোডাক্ট ডেভেলপার 

১। ফ্যাশন রিটেইলার-Fashion Retailer (যেমনঃ C&A, H&M, Primark, Jack & Jones, Marc Cain, Hugo Boss, Adidas, PUMA ইত্যাদি)
২। ফ্যাশন ইম্পোর্টার-Fashion Importer (যেমনঃ Li & Fung)
৩। ফ্যাশন গ্রুপ-Fashion Groups  (যেমনঃ Calvin Klein & Tommy Hilfiger ইত্যাদি ব্র্যান্ডের জন্য PVH, Zara, Bershka ইত্যাদি ব্র্যান্ডের জন্য Inditex group এবং  Jack & Jones, VERO MODA, ONLY ইত্যাদি ব্র্যান্ডের জন্য Bestseller group)

চ। অন্যান্য-Others: প্রাইভেট-পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা, সরকারি টেক্সটাইল কলেজে শিক্ষকতা, বাংলাদেশ ব্যাংক সহ অন্যান্য ব্যাংকে চাকরি এবং অন্যন্য সরকারি চাকরি ইত্যাদি।   

সবার প্রতি অনেক শুভকামনা রইলো। 😎🙏

ড. মোঃ সাইদুজ্জামান 
সহকারী অধ্যাপক 
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগ, বুটেক্স
 

8 Comments

Post a Comment

Featured Post